দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো পলিপ্রয়াগপুর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ পলিপ্রয়াগপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক)নাম-৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ।
খ)মোট আয়তন-১১.১৮ বর্গকিলোমিটার।
গ)মোট লোক সংখ্যা- ১৫০০০জন ( ২০২২ এর আদম শুমারী তথু অনুযায়ী)
ঘ)মোট মৌজার সংখ্যা-০৯টি।
ঙ)হাট বাজার সংখ্যা-০০টি।
চ)উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম-অটোরিক্সা/রিক্সা/ভ্যান/টেম্পু।
ছ)শিক্ষার হার – ৭৫.২৬%। (২০২২ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারীপ্রাথমিকবিদ্যালয়- ০৮টি,
বে-সরকারীরেজিঃপ্রাঃবিদ্যালয়- ০০টি,
উচ্চবিদ্যালয়ঃ০২টি,
দাখিল মাদ্রাসা- ১টি।
জ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মোঃ রহমত আলী
ঝ)গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- গঙ্গাহার পুকুর।
ঞ)ঐতিহাসিক/পর্যটন স্থান – শালবাগান ঢিবি।
ট)ইউনিয়নপরিষদজনবল–
১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।
৩) হিসাব সহকারী কাম-কম্পিউটার -১ জন
৪) উদ্দ্যোক্তা= ১ জন
৫) ইউনিয়নগ্রামপুলিশ– ১০জন।
এক নজরে পলিপ্রয়াগপুর ইউ,পি কে জনুন।
৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন
বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়আগপুর ইউনিয়ন একটি মাঝারি জনোসংখ্যার বহুল ইউনিয়ন। যার বিস্তারিত জনবো।
১। ইউনিয়নকে জানুন |
এক নজরে |
বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ: ইউনিয়নের মোট আয়তন: ১১.১৮ বর্গ মিটার। |
ছবি যুক্ত |
মোট ওয়ার্ডের সংখ্যা: ৯ টি ১.চন্ডিপুর , ২. দূর্গাপুর, ৩। পলিপ্রয়াগপুর, ৪। শ্যামপুর , ৫। শ্রীপুর, ৬। লক্ষিনারায়নপুর , ৭। উত্তর ভগবতি পুর, ৮। চকবসন্ত, ৯। চকহরিদাসপুর, ১০, জোতজয়রামপুর, ১১। চকবিনোদ, ১২। গুপিনাথপুর, ১৩। সগরপুকুর।
|
|||
মোট গ্রামের সংখ্যা: ১৬ মোট আবাদী জমির পরিমান: ১৮০১হেক্টর জলাশয়: ১০ হেক্টর পতিত জমি : ৩৫ হেক্টর বাগান : ৩২ হেক্টর ভুমিহীন পরিবার : ৬৩০ বড় চাষী: ৩৫ মোট পরিবারের সংখ্যা: ২১৮০ মোট জনোসংখ্যা : ১৫০০০.৫ জন (প্রায়) নারীর সংখ্যা: ৭৩০০.৫/- পুরুষের সংখ্যা: ৭৭০০/- শিক্ষার হার : ৭৫ .০২
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস